কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে গেছে ১-০ গোলে। এ সংবাদের চেয়েও ব্রাজিলিয়ান ফুটবলভক্তদের কাছে গতকাল বাজে ছিল নেইমারের লাল কার্ড দেখার খবর। এর অর্থই হলো সম্ভাব্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা। কোপা আমেরিকা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান গত রাতেই নেইমারের শাস্তির কথা ঘোষণা করবেন। তবে অপরাধের ধরন বলছে, অন্তত দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারবেন না এ বার্সা তারকা। ব্রাজিল শেষ আটে পৌঁছলে নেইমার খেলতে পারবেন না সেখানেও। ল্যাটিন মিডিয়ায় এ খবরই এখন ঘটা করে প্রচার হচ্ছে। চিলিয়ান রেফারি ম্যাচ শেষের বাঁশিতে ফু দেওয়ার পরও নেইমার বলে লাথি দিয়ে আঘাত করেছেন এক কলম্বিয়ান ফুটবলারকে। এরপর কলম্বিয়ানরাও চড়াও হয়েছে তার উপর। তবে রিয়াল তারকা জেমস রদ্রিগেজ নেইমারকে শান্ত করার চেষ্টা করেছেন। রেফারির নজর এড়ায়নি এসব। তিনি নেইমার ও কলম্বিয়ার বাক্কাকে সরাসরি রেড কার্ড দেখান। নেইমার অবশ্য টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় আগেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়ে পড়েছিলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তিনি লাল কার্ড না দেখলেও খেলতে পারতেন না।