'অহংকার পতনের মূল'- বাংলা এ প্রবাদটা গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আরও একবার সত্য প্রমাণিত হলো। একজন বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে মাহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে গৌরববোধ করতে পারেন। তাই বলে মাঠে সেই গৌরবের প্রকাশ! ভারতীয় ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে বোলার মুস্তাফিজুর রহমানকে চরমভাবে আঘাত হেনে মাটিতে ফেলে দেন ধোনি। আঘাতের মাত্রা এতটাই যে মাঠ ছাড়তে হলো মুস্তাফিজকে। তার শুরু করা ওভারটা শেষ করলেন নাসির। মুস্তাফিজকে দেওয়া আঘাত কি ধোনির অহংকারের প্রকাশ ছিল! মাত্র ছয়টা বল পরই এর ফলাফল পেয়ে যান ভারতীয় অধিনায়ক। পতন হয় ধোনির। অহংকারীর পতন। কট বিহাইন্ডের ফাঁদে ফেলে তার অহমিকা চূর্ণ করেন সাকিব আল হাসান। টাইগার বোলাররা একের পর এক আঘাত হেনে ভেঙে দিচ্ছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন। অধিনায়ক ধোনি যখন ব্যাট হাতে উইকেটে আসেন ভারত ৯৫/০ থেকে ১১৫/৪। কিন্তু একজন ম্যাচ উইনার হিসেবে ধোনির বেশ সুনাম রয়েছে। সুনাম ছিল 'মিস্টার কুল' হিসেবেও। কিন্তু ও রকম পরিস্থিতিতে পড়লে বুঝি সবাই বদলে যায়। গতকাল ভোরে যেমন বদলে গিয়েছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ার সময় তার কাঁধে চেপেছিল লাল কার্ডের বোঝাও। ধোনি লাল কার্ড পাননি ঠিকই। ক্রিকেটে কার্ড দেখানোর ব্যবস্থা থাকলে নিশ্চয়ই পেতেন। তবে সাকিব আল হাসানের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সময় নিশ্চয়ই ধোনির চোখে ভাসছিল মুস্তাফিজকে আঘাত করার দৃশ্যটা! সাকিব আর মুশফিক সাধারণত যে মাত্রার উৎসব করে থাকেন উইকেটের পতনে, গতকাল তা এক ডিগ্রি ওপরে নিয়ে গেলেন। তাদের চোখেও নিশ্চয়ই তখন মুস্তাফিজের কাতরানোর দৃশ্যটা ভাসছিল! ২৫তম ওভারে ধোনির আঘাতে আহত হয়ে যে মাঠটাই ছাড়তে হয়েছিল অভিষিক্ত এ তরুণ পেসারকে। অবশ্য কিছুক্ষণ পরই আবার নেমে আসেন মাঠে। টানা দুই বলে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটসম্যান সুরেশ রায়না (৪০), অশ্বিন এবং জাদেজাকে আউট করে পাল্টা একটা জবাবও দিয়েছেন তিনি। আহত হয়ে মাঠ ছাড়ার আগে নিয়েছিলেন রোহিত শর্মা ও রাহানের উইকেট। অভিষেকেই পাঁচ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান।
শিরোনাম
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
ধোনির অহমিকা চূর্ণ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর