'অহংকার পতনের মূল'- বাংলা এ প্রবাদটা গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আরও একবার সত্য প্রমাণিত হলো। একজন বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে মাহেন্দ্র সিং ধোনি নিঃসন্দেহে গৌরববোধ করতে পারেন। তাই বলে মাঠে সেই গৌরবের প্রকাশ! ভারতীয় ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে বোলার মুস্তাফিজুর রহমানকে চরমভাবে আঘাত হেনে মাটিতে ফেলে দেন ধোনি। আঘাতের মাত্রা এতটাই যে মাঠ ছাড়তে হলো মুস্তাফিজকে। তার শুরু করা ওভারটা শেষ করলেন নাসির। মুস্তাফিজকে দেওয়া আঘাত কি ধোনির অহংকারের প্রকাশ ছিল! মাত্র ছয়টা বল পরই এর ফলাফল পেয়ে যান ভারতীয় অধিনায়ক। পতন হয় ধোনির। অহংকারীর পতন। কট বিহাইন্ডের ফাঁদে ফেলে তার অহমিকা চূর্ণ করেন সাকিব আল হাসান। টাইগার বোলাররা একের পর এক আঘাত হেনে ভেঙে দিচ্ছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন। অধিনায়ক ধোনি যখন ব্যাট হাতে উইকেটে আসেন ভারত ৯৫/০ থেকে ১১৫/৪। কিন্তু একজন ম্যাচ উইনার হিসেবে ধোনির বেশ সুনাম রয়েছে। সুনাম ছিল 'মিস্টার কুল' হিসেবেও। কিন্তু ও রকম পরিস্থিতিতে পড়লে বুঝি সবাই বদলে যায়। গতকাল ভোরে যেমন বদলে গিয়েছিলেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ার সময় তার কাঁধে চেপেছিল লাল কার্ডের বোঝাও। ধোনি লাল কার্ড পাননি ঠিকই। ক্রিকেটে কার্ড দেখানোর ব্যবস্থা থাকলে নিশ্চয়ই পেতেন। তবে সাকিব আল হাসানের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সময় নিশ্চয়ই ধোনির চোখে ভাসছিল মুস্তাফিজকে আঘাত করার দৃশ্যটা! সাকিব আর মুশফিক সাধারণত যে মাত্রার উৎসব করে থাকেন উইকেটের পতনে, গতকাল তা এক ডিগ্রি ওপরে নিয়ে গেলেন। তাদের চোখেও নিশ্চয়ই তখন মুস্তাফিজের কাতরানোর দৃশ্যটা ভাসছিল! ২৫তম ওভারে ধোনির আঘাতে আহত হয়ে যে মাঠটাই ছাড়তে হয়েছিল অভিষিক্ত এ তরুণ পেসারকে। অবশ্য কিছুক্ষণ পরই আবার নেমে আসেন মাঠে। টানা দুই বলে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটসম্যান সুরেশ রায়না (৪০), অশ্বিন এবং জাদেজাকে আউট করে পাল্টা একটা জবাবও দিয়েছেন তিনি। আহত হয়ে মাঠ ছাড়ার আগে নিয়েছিলেন রোহিত শর্মা ও রাহানের উইকেট। অভিষেকেই পাঁচ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান।
শিরোনাম
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
ধোনির অহমিকা চূর্ণ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর