বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার অভিষেকেই চমকে দিলেন সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জাদেজাকে ফিরিয়ে দিয়ে তিনি এ মাইলফলকে পৌঁছান।
এরআগে, মুস্তাফিজের শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা, ধীরস্থির ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, ম্যাচে ভয়ঙ্কার হয়ে উঠা সুরেশ রায়না ও অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
উল্লেখ্য, গত বছর ১৭ জুন এই ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৫/মাহবুব