কোপা আমেরিকায় ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে পেরু। ম্যাচের ৭২তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ক্লোডিও পিজারো।
এরআগে, নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে যায় পেরু। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করে ভেনেজুয়েলা। যে কলম্বিয়া দ্বিতীয় ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে।
বৃহস্পতিবার দিবাগত রাতে স্টাডিও ইলিয়াস ফিগুয়েরো ব্রান্ডার স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। এরমধ্যে আবার খেলার ২৯ মিনিটে দশজনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। সরাসরি লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান অ্যামোরেবিয়েটা।
১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে আর পেরে উঠেনি ভেনেজুয়েলা। ম্যাচের ৭২ মিনিটে তাদের জালে বল পাঠিয়েছে উল্লাসে মেতে উঠে পেরু। গোল করেন পিজারো। বাকি সময়ে আর কোন গোল না ওই একে গাহয়নি। তাই এ ব্যবধানে জিতেছে মাঠ ছেড়েছে ‘সি’ গ্রুপ পর্বের দল পেরু।
এদিকে, পেরুর এ জয়ে গ্রুপ সি'তে ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা ও কলম্বিয়া প্রত্যেকে দুই ম্যাচে শেষে ৩ পয়েন্ট নিয়ে সমান্তরালে অবস্থান করছে। ফলে কোয়ার্টার ফাইনালে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলকে জিততেই হবে। ড্র করলেও কিছুটা সম্ভাবনা থাকবে দুঙ্গার শিষ্যদের। তবে সেক্ষেত্রে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
বিডি-প্রতিদিন/১৯ জুন, ২০১৫/মাহবুব