মিরপুরে গতকাল বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে চলাকালে স্বাগতিকদের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেওয়ার ঘটনায় শুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার বিশ্বরুপ দে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বিসিবি সূত্র জানায়, দুপুরে হোটেল সোনাগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে উভয়কে জরিমানা করার সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন ২০১৫/শরীফ