গতকাল প্রথম ওয়ানডেতে অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমানকে অখেলোয়াড়োচিতভাবে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বিষয়টা ম্যাচ রেফারির দৃষ্টিগোচরে এনেছেন দুই আম্পায়ার। আনুষ্ঠানিক শুনানিতে নিজের দোষ ঢাকার ব্যর্থ চেষ্টা করেছেন ভারতীয় অধিনায়ক।
শুনানি শেষে মেচ রেফারি এন্ডি পাইক্রফট বলেন, 'শুনানিতে ধোনি এই বলে আত্মপক্ষ সমর্থণ করেছেন যে, মুস্তাফিজুর ভুল পথে দাঁড়িয়ে থাকায় তিনি সংঘর্ষ এড়াতে পারেননি। যে কারণে হাত দিয়ে তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন যাতে ধাক্কাটা বেশি জোরে না লাগে।'
ধোনির ব্যাখ্যায় সন্তুষ্ট হননি জানিয়ে পাইক্রফট বলেন, 'কিন্তু আমার কাছে মনে হয়ছে ধোনি ইচ্ছাকৃতভাবে তাকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছে, যেটা অনুচিত। এমনকি সেখানে যদি খুব সামান্য জায়গাও থেকে থাকে(রায়না ও বোলারের মাঝখানে) তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের উচিত ছিল সংঘর্ষ এড়িয়ে যাওয়া। ক্রিকেটে শারীরিক সংঘাত কোনভাবেই কাম্য নয়।'
তবে অতীতের স্বচ্ছ ভাবমূর্তির কারণে কিছুটা ছাড় পেয়েছেন ধোনি। এক বা দুই ম্যাচ নিষিদ্ধ না করে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি পাইক্রফট।
বিডি-প্রতিদিন/ ১৯ জুন ২০১৫/শরীফ