সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘিন্ন শেষ একদিনের ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতে নিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচ একদিনের সিরিজটি ৩-২ তে জিতেছে স্বাগতিকরা।
ডারহামে অণুষ্ঠিত শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কিউইরা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। কিউইদের হয়ে মার্টিন গাপটিল ৬৭ রান ও কেইন উইলিয়ামসন ৫০ রান করেন।
ম্যাচ বিরতিতে বৃষ্টি হওয়ায় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডকে জয়ের জন্য ২৬ ওভারে ১৯২ রানের লক্ষ্য দেওয়া হয়। শুরুতে মাত্র ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে ইংল্যান্ডকে প্রাথমিক বিপর্যয় থেকে তুলে এনে শেষ পর্যন্ত দলকে জয়ই এনে দেন মিডলঅর্ডার ব্যাটসম্যান জনি বেইরস্টো। বেইরস্টো ৬০ বলে অপরাজিত ৮৩ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। তার ইনিংসটিতে ছিল ১১টি চারের মার। এছাড়া সাম বিলিংস করেন ৩০ বলে ৪১ রান। শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখেই নির্ধারিত ১৯২ রান সংগ্রহ করে ৩ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।
উল্লেখ্য, ওল্ড ট্রাফোর্ডে আগামী মঙ্গলবার দেশ দুটির মধ্যে একমাত্র টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই থেকে কার্ডিফে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম অ্যাসেজ টেস্ট ম্যাচ।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/শরীফ