বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে তিনটি পরিবর্তন এনেছে ভারত। সিরিজের প্রথম ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত আজিঙ্কা রাহানে, মোহিত শর্মা ও উমেশ যাদব আজকের ম্যাচ থেকে বাদ পড়েছেন। দলে অন্তর্ভুক্ত হয়েছেন আম্বাতি রাইডু, আকসার পাটেল ও ধাওয়াল কুলকার্নি। আর আজকের ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন গত ম্যাচের মতো আজও দলে আছেন। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং লাইনেও কোনো পরিবর্তন আসেনি। যথারীতি তামিম ইকবাল ও সৌম্য সরকারই উদ্বোধনী জুটি হিসেবে ব্যাটিংয়ে নামবেন।
এদিকে, আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ভারত। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে ভারতকে।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/শরীফ