ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে শুরুতেই ফিরিয়েছেন মুস্তাফিজ। এবার দলের সেরা তারকা বিরাট কোহলিকে সাজঘরে পাঠিয়ে দর্শকদের আনন্দে ভাসালেন নাসির হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৭৯ রান।
এরআগে, রবিবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনি। তবে অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিতে পারেননি ওয়ানডে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা। প্রথম ওভারের দ্বিতীয় বলে পয়েন্টে ড্রাইভ করতে গিয়ে তিনি সাব্বির রহমানের তালুবন্দি হন। সেখান থেকে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে দলকে সামনে নিতে থাকেন শিখর ধাওয়ান। কিন্তু দলীয় ৭৪ রানে এবং ব্যক্তিগত ২৩ রানে কোহলিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে দলের আরও একটি সাফল্য এনে দেন নাসির হোসেন। বর্তমানে ব্যাট হাতে ক্রিজে আছেন মাহেন্দ্র সিং ধোনি (০৪) ও শিখর ধাওয়ান (৪৫)।
এদিকে, দ্বিতীয় ওয়ানডে তিনটি পরিবর্তন এনেছে ভারত। সিরিজের প্রথম ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত আজিঙ্কা রাহানে, মোহিত শর্মা ও উমেশ যাদব আজকের ম্যাচ থেকে বাদ পড়েছেন। দলে অন্তর্ভুক্ত হয়েছেন আম্বাতি রাইডু, আকসার পাটেল ও ধাওয়াল কুলকার্নি।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৫/মাহবুব