সিরিজের প্রথম ম্যাচে তরুণ পেসার মুস্তাফিজকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে বের করে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। পরে মাঠে নেমে আরও তিন উইকেট নিয়ে ভারতকে মাঠ ছাড়া করেছিলেন মুস্তাফিজ। কিন্তু তার আগেই ধোনি মাঠ থেকে বিদায় নেওয়ায় ওইদিন আর মুখোমুখি হওয়া হয়নি দুজনের। পরে ইচ্ছাকৃত ধাক্কায় দেওয়া দোষী সাব্যস্ত করা হয় ধোনিকে।
রবিবার দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি ধোনি-মুস্তাফিজ। এবার সেই ধোনিকে নিজের বলে সাজঘরে পাঠিয়ে প্রতিশোধই নিলেন মুস্তাফিজ! এদিন শুরু থেকেই মুস্তাফিজের বলে নার্ভাস ছিল ধোনি। খেলছিলেন দেখে-দেখে। কিন্তু ৪০তম ওভারে মুস্তাফিজের ৩য় বলটি মারতে গিয়েই সৌম্য সরকারে হাতে ধরা পড়েন ধোনি। পরের বলেই আবার প্যাটেলকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন সাতক্ষীরা এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৫/মাহবুব