কাল থেকে শুরু হচ্ছে আইসিসির সপ্তাহব্যাপী বার্ষিক সভা। এবারের এই সভা বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। চলবে ২৮ জুন পর্যন্ত। এবারের এই সভায় আইসিসির ৫০টি সদস্য দেশ অংশ নেয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত সভায় আইসিসির সভাপতি নির্বাচন, সার্বিয়ার সহযোগী সদস্য হওয়ার আবেদন, শ্রীলঙ্কান ক্রিকেট ও আমেরিকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক অবস্থাসহ ক্রিকেটের উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। সভায় আইসিসির ১০টি পূর্ণ সদস্য দেশের প্রতিনিধিদের পাশাপাশি তিনটি সহযোগী সদস্য দেশ- বারমুডা, নামিবিয়া ও সিঙ্গাপুরের প্রতিনিধিরা অংশ নিবেন।
বিডি-প্রতিদিন/২১ জুন ২০১৫/ এস আহমেদ