বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ স্টুয়ার্ট ল। তবে এবার জাতীয় দলের কোচ হিসেবে নয়, তিনি বাংলাদেশে আসছেন অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে।
সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে, ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর পদত্যাগ করেন জেমি সিডন্স। তার পদত্যাগের পর বাংলাদেশের দায়িত্ব নেন তার স্বদেশী স্টুয়ার্ট ল। তার অধীনে বাংলাদেশ দল সাফল্যের শীর্ষে পৌঁছতে না পারলেও নতুন ক্রিকেট দল গড়ে দিয়েছিলেন তিনি। ২০১২ সালে তার অধীনেই এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলেছিল টাইগাররা। ৯ মাস দায়িত্ব পালনের পর ২০১২ সালের ১৬ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছাড়েন ল। পারিবারিক কারণ দেখিয়ে টাইগারদের কোচিং পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সেদিনই।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে স্টুয়ার্ট ল’র দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজর হিসেবে। আগামী বছর জানুয়ারি-ফ্রেবুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এই আসরে ভাল করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর সেই স্বপ্ন পূরণের অংশ হিসেবেই পরামর্শক হিসেবে আনা হচ্ছে ল’কে। চলতি মাসের শেষ দিকেই তার বাংলাদেশে আসার কথা।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব