প্রতিপক্ষ দলের সমর্থকদের ধাওয়া খেয়ে দৌঁড়ে মাঠ ছেড়ে পালালো ফুটবলাররা। অনভিপ্রেত এ ঘটনাটি ঘটেছে বুলগেরিয়ায় অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে।
ঘটনাটি গত রবিবারের। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসরায়েলের ক্লাব অ্যাশডড ও বুলগেরিয়ার দল সিএসকেএ সোফিয়া। বুলগেরিয়াতেই হচ্ছিল ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল অ্যাশডডের খেলোয়াড়রা। ৯০ মিনিটের আগেই ফাউল করে তাদের দুইজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচে অবশ্য তারাই এগিয়ে ছিল ১-০ গোলে।
ম্যাচের তখন অতিরিক্ত সময়ের খেলা চলছিল। সিএসকেএ’র এক খেলোয়াড়কে ফাউল করে বসেন অ্যাশডডের খেলোয়াড়। তাকে লাল কার্ড দেখান রেফারি। সিএসকেএ'র এক খেলোয়াড় এসে তাকে মারতেও যান। রেফারি যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন তখন গ্যালারি থেকে নেমে আসতে থাকে স্বাগতিক সিএসকেএ'র সমর্থকরা। এসেই ধাওয়া দেয় অ্যাশডডের খেলোয়াড়দের। মাঠের মধ্যে শুরু হয়ে যায় ইঁদুর-বিড়াল খেলা। প্রাণ বাঁচাতে ভো দৌঁড় দেয় অ্যাশডডের খেলোয়াড়রা। অবশেষে একপাশের গ্যালারির ওপর দিয়ে মাঠের বাইরে গিয়ে রক্ষা হয়। এরপর ডাগ-আউটে থাকা অ্যাশডডের কোচিং স্টাফদের ওপর চড়াও হয় স্বাগতিক খেলোয়াড়রা।
ভিডিও দেখুন:https://www.youtube.com/watch?v=MjIt3pMHtkA#t=44
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট ২০১৫/ এস আহমেদ