ছয় বছর আগে রোমে সাঁতারের বিশ্বচ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ফন ডার বার্গ। সেবার রোম চ্যাম্পিয়নশিপে তিনি ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সময় নিয়েছিলেন ২৬.৬৭ সেকেন্ড। এতদিন এটাই ছিল বিশ্বরেকর্ড। এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন ক্যামেরন। গতকাল রাশিয়ার কাজানে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটেই নতুন রেকর্ড গড়েছেন এ আফ্রিকান। তিনি ২৬.৬২ সেকেন্ড টাইমিং করে আগের রেকর্ডটা ভাঙেন। তবে এখানেই থেমে থাকতে চান না ক্যামেরন। কাজান চ্যাম্পিয়নশিপেই স্থাপন করতে চান নতুন রেকর্ড। আজ ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের ফাইনাল অনুষ্ঠিত হবে। ক্যামেরন বলছেন, 'আমি জানি, এই রেকর্ডটাও ভাঙতে চলেছি।' এদিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ক্যামেরন হেরে গেছেন গ্রেট ব্রিটেনের অ্যাডাম পিটির কাছে। অ্যাডাম এই ইভেন্টে সোনা জিতেছেন। রূপা জিতেছেন ক্যামেরন। আর তামা জিতেছেন গ্রেট ব্রিটেনেরই রস মারডক। সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ২৪ জুলাই থেকে। আর চারদিন পরই শেষ হচ্ছে চ্যাম্পিয়নশিপ। অথচ এখনো চীনই পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। চীন ১১টা সোনাসহ মোট ২৪টা পদক জিতেছে। ৮টা সোনাসহ ১৩টা পদক জিতে দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ৪টা সোনাসহ মোট ৯টা পদক জিতে আছে তৃতীয় স্থানে। এখনো অবশ্য সুযোগ আছে যুক্তরাষ্ট্রের সামনে। ৩২টা সোনা এখনো বাকি। এরমধ্যে সাঁতারেই আছে ২৯টা! যুক্তরাষ্ট্র পদক জয়ে শীর্ষ স্থান ধরে রাখার সুযোগ পাচ্ছে ঠিকই।