কেবল হাঙ্গেরিতেই নয়, বিশ্ব সাঁতারেই ক্যাটিনকা 'আয়রন লেডি' নামে সুপরিচিতি পেয়েছেন। সাঁতারের যে কজন মেয়ে খ্যাতিতে অন্যদের ছাড়িয়ে গেছেন তার মধ্যে ক্যাটিনকা নামটা অন্যতম। গত ছয়টা বছর ধরেই বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ আর সুইমিং চ্যাম্পিয়নশিপে সমানতালে প্রভাব রেখে চলেছেন হাঙ্গেরির এ 'লৌহ মানবী'। রাশিয়ার কাজানেও ধরে রেখেছেন তা। সোমবার কাজান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন ক্যাটিনকা। ২ মিনিট ৬.১২ সেকেন্ড টাইমিং করেছেন তিনি। আগের বিশ্ব রেকর্ডটা ছিল যুক্তরাষ্ট্রের মেয়ে আরিয়ানা কোকোরসের দখলে। তিনি ২০০৯ সালের রোম চ্যাম্পিয়নশিপে ২ মিনিট ৬.১৫ সেকেন্ড টাইমিং করে এ রেকর্ড গড়েছিলেন। কাজানে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রূপা জিতেছেন জাপানের কানাকো ওয়াতানাবে এবং তামা জিতেছেন গ্রেট ব্রিটেনের ম্যারি ওকনোর।
বিশ্ব রেকর্ড গড়ে হাঙ্গেরির মেয়ে ক্যাটিনকা বিস্মিত হয়েছেন। আবেগে কেঁদেছেন বেশ কয়েকবার। পুল থেকে উঠার আগেই অশ্রু বিসর্জন করেছেন। সোনার পদক গলায় ঝুলিয়ে বলেছেন, 'আমি সত্যিই রেকর্ড নিয়ে কিছু ভাবিনি। কেবল লড়াইয়ে টিকে থাকতে চেয়েছিলাম।' ক্যাটিনকা লড়াইয়ে এমনভাবেই টিকে থাকলেন যে ছয় বছর আগের বিশ্ব রেকর্ডটা ভেঙে নিজের করে নিলেন। তবে তাই বলে রেকর্ডটা যে একেবারে মনে ছিল না তা নয়। বলছেন, 'রেকর্ডটা আমার ঠিকই মনে ছিল। ওটা আমার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। তবে সাঁতারের আগে আমি কেবল নিজের সেরাটাই দিতে চাইছিলাম। রেসটা শেষ করতে চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব।' পাঁচ ফুট সাত ইঞ্চি লম্বা ক্যাটিনকা সাঁতার শুরু করেছিলেন সেই ছোট বেলা থেকেই। তবে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে আবির্ভূত হন ২০০৯ সালে। সেবার তিনি ৪০০ মিটার মিডলেতে সোনা জিতেন স্টেফানি রাইসদের মতো তারকাদের হারিয়ে। এরপর বার্সেলোনা চ্যাম্পিয়নশিপেও দাপট দেখিয়েছিলেন তিনি। এটা ধরে রেখেছেন কাজানেও। বিশ্বচ্যাম্পিয়নশিপের পাশাপাশি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপেও সফল ক্যাটিনকা। সবমিলিয়ে ছয় বছরের ক্যারিয়ারে সোনা জিতেছেন ২৩টা, রূপা ১২টা এবং তামা ৯টা। ২৬ বছরের ক্যাটিনকা এখানেই থামতে চান না। এগিয়ে যেতে চান আরও বহুদূর। আরও বেশ কয়েকটা ইভেন্ট বাকি আছে ক্যাটিনকার কাজান চ্যাম্পিয়নশিপে। দেখা যাক, পদক তালিকায় আর কয়টা যোগ করতে পারেন হাঙ্গেরির এ 'আয়রন লেডি'!