একের পর এক পরাজয় বার্সেলোনার 'চ্যাম্পিয়ন' ইমেজে একটা ভাটা এনেছে। যদিও প্রীতিম্যাচের পরাজয় কোনো সময়ই দলের উপর তেমন একটা প্রভাব ফেলে না। এই নীতিতে গার্ডিওলা-মরিনহোর মতো বিশ্বাসী কোচ লুইস এনরিকেও। ফিওরেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর বার্সেলোনার ক্রোয়েশিয়ান তারকা আইভান রাকিটিচ তো বলেই দিয়েছিলেন, জয়-পরাজয় যখন কোনো অর্থ বহন করবে তখন আমরা ঠিকই জিতব। এতকিছুর পরও মৌসুম শুরুর আগে বার্সেলোনার জয়ে ফেরার প্রয়োজন বোধ করছেন অনেকেই। আজ ন্যু ক্যাম্পে ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। গত কয়েক সপ্তাহের ব্যর্থতা কাটিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়েই মাঠে নামবে কাতালানরা।
দিন কয়েক পরই উয়েফা সুপার কাপের ম্যাচ সেভিয়ার বিপক্ষে। মৌসুমের শুরুটা শিরোপা দিয়ে করতে হলে কাতালানদের থাকতে হবে পূর্ণ আত্দবিশ্বাসী। গত কয়েকদিন ধরে মেসিকে নিয়ে হচ্ছে চরম বিতর্ক। আর কোপা আমেরিকায় পাওয়া লাল কার্ডের 'দুঃখ' থেকে এখনো ঠিকমতো হয়তো বের হতে পারেননি নেইমার। সবমিলিয়ে বার্সেলোনা এখন আহত সিংহেরই মতোই। এই অবস্থা থেকে বের হয়ে আসার আজ ভালো একটা সুযোগই পেলেন মেসিরা। রোমার সঙ্গে অতীতে দুইবার দেখা হয়েছে কাতালানদের। একবার হেরেছে ৩-০ গোলে। একবার ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এটা অবশ্য ২০০২ সালের ঘটনা। তখন ইতালিয়ান ক্লাব রোমা ছিল ইউরোপীয়ান ফুটবলে খ্যাতির শীর্ষে। আর বার্সেলোনা মুখোমুখি হচ্ছিল গ্যালাকটিকো ক্লাব রিয়াল মাদ্রিদের দুর্দান্ত চ্যালেঞ্জের। আজ ১৩ বছর পর সময়টা অনেক বদলে গেছে। বার্সেলোনা তার খ্যাতির শীর্ষে অবস্থান করছে। আর রোমা ইতালিয়ান লিগে হারানো গৌরব খুঁজে পাওয়ার সংগ্রাম করছে। তারপরও গত কয়েকদিনের বার্সেলোনা যেন এ রোমার বিপক্ষেও কিছুটা নড়বড়ে মনে হয়। তবে কাতালানদের সামনে দারুণ একটা সুযোগ। রোমার বিপক্ষে আজ জিতে সেভিয়ার মুখোমুখি হওয়ার প্রস্তুতিটা সম্পন্ন করতে পারে তারা। এর ঠিক পর পরই আছে অ্যাথলেটিক বিলবাও পরীক্ষা। স্প্যানিশ সুপার কাপ খেলবে বার্সেলোনা ১৪ ও ১৭ আগস্ট।