ক্রিকেটবিশ্বে এক প্রলয়ঙ্করী ঝড় উঠতে যাচ্ছে- এমন আভাস দিয়েছেন ভারতীয় প্রিমিয়ার লিগ-আইপিএলের প্রতিষ্ঠাতা লোলিত মোদী। ক্রিকেট থেকে আইসিসির নাম মুছে ফেলার পরিকল্পনা মাথায় নিয়েই মাঠে নেমেছেন। অলিম্পিকের সঙ্গে ক্রিকেট যুক্ত করার প্রত্যয় নিয়ে ক্রিকেটের জন্য নতুন এক বিশ্ব সংস্থা গঠনের পরিকল্পনা হাতে নিয়েছেন মোদী। ক্রিকেটকে তিন মোড়লের অর্থাৎ ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার হাত মুক্ত করার কথাও জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, মোদীর এই পরিকল্পনা নাকি বেশ পুরনো। বেশ কয়েক বছর ধরেই মোদী ক্রিকেটকে আইসিসি থেক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। মোদী বলেন, 'আমরা অন্য রকম এক ক্রিকেট ব্যবস্থাপনা নিয়ে ভাবছি। ইতিমধ্যে নকশাও তৈরি হয়ে গেছে। পরিকল্পনা বিস্তারিত। এটি এমন নয়, বলার সঙ্গে সঙ্গে ঘটে গেল এমন কিছু। আমরা বছরের পর বছর এই বিষয়টা নিয়ে কাজ করছি।' আইসিসি-কে প্রচ্ছন্নভাবে একটা হুমকিও দিয়েছেন মোদী। তিনি দাবি করেন, এই অবস্থার অবসান হতে পারে খুব সহজেই। সেজন্য অবশ্য কোটি কোটি টাকা খরচ হবে এই যা। তবে এই টাকা সংগ্রহ করাও খুব কঠিন কাজ নয়।' এ পরিকল্পনায় কোন কোন দেশ সহযোগিতা করছেন তা বলেননি মোদী। শুধু ইঙ্গিত দিয়েছেন যে সবাই নাকি তাকে ইতিবাচকভাবেই সাড়া দিয়েছে। এর আগে অলিম্পিকে টি-২০ ক্রিকেট যুক্ত করার কথা আইসিসিকে বলেছিলেন মোদী। কিন্তু আইসিসি তখন মোদীর কথা গুরুত্ব দেয়নি। তাই এখন আইসিসি-কেই গুরুত্বহীন করে দেওয়ার সময় এসেছে বলে মনে করেন আইপিএলের প্রতিষ্ঠাতা।
তিন মোড়ল নিয়ে এমনতেই ক্রিকেট বিশ্ব ভেতরে ভেতরে দ্বিধা-বিভক্ত। এদিকে কয়েক দিন আগে বিদ্রোহী ক্রিকেট লিগ নামে পরিচিত আইসিএলের প্রতিষ্ঠাতা 'এসেল গ্রুপ' নতুন ক্রিকেট বিশ্ব গড়ার ঘোষণা দিয়েছিলেন। এখন যদি মোদীর সঙ্গে তারা হাত মিলিয়ে ফেলেন তাহলে ক্রিকেট বিশ্বে উঠতে পারে প্রলয়ঙ্করী এক ঝড়। আর সেই ঝড়ে উড়েও যেতে পারে আইসিসি!