শিরোনাম
৩ জানুয়ারি, ২০১৬ ০৯:১৫

রদ্রিগেজকে পুলিশের তাড়া

অনলাইন ডেস্ক

রদ্রিগেজকে পুলিশের তাড়া

২০০ কিলোমিটার বেগে ছুটে আসছিল তাঁর গাড়ি। ঠিক যেভাবে প্রতিপক্ষের রক্ষণকে তছনছ করে গোলের দিকে ছুটে যান ঠিক সেভাবেই। ভুলে গিয়েছিলেন সড়কে যান চলাচলের সব নিয়ম-কানুন। কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ যাচ্ছিলেন অবশ্য রিয়াল মাদ্রিদের অনুশীলনেই। চলছিল অন্য গাড়ির সঙ্গে স্পিডের লড়াই। ভুলেই গিয়েছিলেন বেঁধে দেওয়া স্পিডের বাইরে চলে গিয়েছিলেন তিনি। পুলিশের গাড়ি তাঁকে লক্ষ্য করে সিগনাল পাঠালেও তিনি খেয়াল করেননি বা দেখেও না দেখার ভান করে বেরিয়ে যান। পুলিশ পিছু নেয় তাঁর। ক্লাবের ভিতরেও চলে যান তিনি। তাঁর পিছু নেওয়া পুলিশের গাড়িও ততক্ষণে পৌঁছে গেছে সেখানে।

ক্লাবের নিরাপত্তারক্ষীরাই প্রথমে পুলিশের থেকে বিষয়টি জানতে পারে। স্পেনের রাজধানী মাদ্রিদের এম-৪০ রিং রোডের গতিসীমা সর্বোচ্চ ১২০ কিলোমিটার। কোন কোন জায়গায় আরও কম। সেখানে রদ্রিগেজের গাড়ির গতি ছিল ২০০'র ওপরে।

কিছুদিন আগেই এমন ঘটনা ঘটিয়েছিলেন রিয়াল তারকা করিম বেনজামা। এ ঘটনায় যদি দোষী সাব্যস্ত হন তাহলে শাস্তির মুখে পড়তে পারেন হামেস রদ্রিগেজ। জরিমানার পাশাপাশি তার ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হতে পারে।

বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর