৩ জানুয়ারি, ২০১৬ ১১:২৯

আমিরকে সমর্থন দিলেন ব্র্যান্ডন ম্যাককালামও

নিজস্ব প্রতিবেদক

আমিরকে সমর্থন দিলেন ব্র্যান্ডন ম্যাককালামও

ব্রান্ডন ম্যাককালাম

আসন্ন নিউজিল্যান্ড ট্যুরে পাকিস্তানের স্কোয়াডে পেসার মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তির সমর্থন দিয়েছেন কিউই অধিনায়ক ব্রান্ডন ম্যাককালামও। আমিরকে 'বেনেফিটস অব ডাউটস'র সুযোগ দেয়া এবং নিউজিল্যান্ড ট্যুরে তাকে খেলতে দেয়া উচিত বলে জানিয়েছেন কিউই অধিনায়ক। তবে পাকিস্তান স্কোয়াডে ডাক পেলেও আমিরের খেলায় অংশগ্রহণ নির্ভর করছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের তাকে ভিসা দেয়া না দেয়ার উপর। খবর এপির

আমিরের ফেরা প্রসঙ্গে ম্যাককালাম বলেন, 'নিষেধাজ্ঞা পাওয়ার সময় সে বেশ তরুণ ছিল এবং এরপর সে জোরালো পুনর্বাসন প্রোমাদের মধ্য দিয়ে গেছে।'
তিনি অারো বলেন, 'যদি সে অামাদের বিরুদ্ধে মাঠে খেলতে নামে তখন আপনারা একজন ক্রিকেটারের বিরুদ্ধে খেলবেন, তরুণ বয়সে কিছু ভুল করেছিল এমন কারো বিরুদ্ধে নয়।'

এদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও পাকিস্তান স্কোয়াডে আমিরের অন্তর্ভুক্তির সমর্থন দিয়েছেন। তবে এটা তার দেশের বোর্ডের নয়, বরং তার একান্ত ব্যক্তিগত মত বলে জানিয়েছেন।
২০১০ সালে ইংল্যান্ড ট্যুরে ইচ্ছাকৃত নো বলের জন্য আইসিসি মোহাম্মদ আমির, আসিফ ইকবাল ও সালমান বাটকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল। চার মাস আগে আমিরের নিষেধাজ্ঞা শেষ হয়। নিষেধাজ্ঞার আগে অামির ১৪ টেস্টে ৫১টি উইকেট, ১৫টি ওডিআই ম্যাচে ২৫টি ও ১৮টি টি-২০ ম্যাচে ২৩টি উইকেট নেন। নিষেধাজ্ঞায় পড়ার অাগে আন্তর্জাতিক ক্রিকেটে সেনসেশনে পরিণত হয়েছিলেন তরুণ এ খেলোয়াড়।

উল্লেখ্য, নিউজিল্যান্ড ট্যুরে পাকিস্তান ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে। ১৫ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে টি-২০ ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে তাদের এ সফর। আর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে ওডিআই সিরিজ।

বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর