৪ জানুয়ারি, ২০১৬ ১১:৫৮
কেউটাউন টেস্ট

৬২৯ রানে ইংলিশদের প্রথম ইনিংস ঘোষণা

অনলাইন ডেস্ক

৬২৯ রানে ইংলিশদের প্রথম ইনিংস ঘোষণা

স্টোকস ও বেরস্টো জুটি ষষ্ঠ উইকেটে ২৯০ রান করেন

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের নিউল্যান্ডসে চলমান দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ড ৬২৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। বেন স্টোকসের ডাবল সেঞ্চুরি [২৫৮] এবং জনি বেরস্টোর ১৫০ রানের উপর ভর করে এত বড় ইনিংস গড়তে সক্ষম হয় তারা। এছাড়া জো রুট হাফ সেঞ্চুরি করেন। প্রোটিয়াদের হয়ে কাগিসো রাবাদা ৩টি, মরকেল ও মরিস ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে কেপটাউন টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।

এদিকে, টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংলিশদের ৬২৯ রানের জবাবে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছে। ওপেনার ডিন এলগার ৪৪ রান করেন। অধিনায়ক হাশিম আমলা ৬৪ রান ও এবি ডি ভিলিয়ার্স ২৫ রান করে ক্রিজে ছিলেন। ইংলিশদের হয়ে স্টোকস এলগারের উইকেটটি নিয়েছেন।

উল্লেখ্য, ডারবানে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৪১ রানের বড় জয় পেয়ে ইংলিশরা এখন সিরিজে ১-০ তে এগিয়ে আছে।

    
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর