বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত। ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে টাইগাররা। ৭ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ভারত।
এর আগে ঝড়-বৃষ্টির সব শঙ্কা দূরে ঠেলে এশিয়া কাপের ফাইনালে মাঠে নামে বাংলাদেশ-ভারত। হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হয় সাড়ে নয়টায়। এশিয়া কাপের ফাইনালে দারুণ ব্যাটিং করে বাংলাদেশ। ওভার কমিয়ে দেওয়া ম্যাচের ১৫ ওভারে টাইগাররা তোলে ১২০ রান। শেষ দিকে ব্যাটে ঝড় তুলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এ ম্যাচ জিতলে ইতিহাস সৃষ্টি করতো মাশরাফি বিন মর্তুজার দল। জিততে পারলেই প্রথমবারের মতো বড় কোনো আসরের শিরোপা জিততো টাইগাররা।