ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার ওয়েন পারনেল। জোহার্নেসবার্গের দ্বিতীয় ওয়ানডেতে চোট পান তিনি। এ কারণে বুধবার ডারবানে অজিদের বিরুদ্ধে বিশাল রানের স্কোর টপকে জেতা ম্যাচে খেলা হয়নি তার। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
এখনও পর্যন্ত বাঁহাতি এ পেসারের পরিবর্তে দলে অন্য কাউকে নেওয়া হয়নি। তবে দলে ইতোমধ্যেই দু’জন অলরাউন্ডার রয়েছেন। এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া অ্যান্ডিল পেহলুকওয়াও অজিদের বিপক্ষে তিন ম্যাচ খেলেছেন। ডারবানে পারনেলের পরিবর্তে সুযোগ পান ডোয়েইন প্রিটোরিয়াস।
আগামী ৯ অক্টোবর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৬/মাহবুব