ভারতীয় বোলিং নিয়ে কটাক্ষ করেছিলেন জেমস অ্যান্ডারসন। তার জন্য ইংরেজ বোলারকে দু-কথা শুনিয়ে দিয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন। এবার অ্যান্ডারসনের সমালোচনায় মুখর হলেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক।
একদিকে বিরাট কোহলির দলের প্রশংসা করেছেন পাকিস্তানের এই গ্রেট ক্রিকেটার। অন্যদিকে অ্যান্ডারসনের সমালোচনায় ইনজি বলেন, ‘এই সফরে তো ব্যর্থ অ্যান্ডারসন। তাও সে কী করে বিরাট কোহলি ও তার দলের সমালোচনা করে। অ্যান্ডারসন কী এটাই বলতে চাইছে যে ইংল্যান্ডে সফল হলে তবেই স্বীকৃতি মেলে। তাহলে তো বলতে হয় উপমহাদেশে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ব্যর্থ হওয়ার অর্থ ওরা খারাপ দল। আমার কাছে রানটাই আসল। সে তুমি যে উইকেটেই কর না কেন।’
কোহলির প্রশংসা করে ইনজামাম বলেন, ‘একটা ব্যাটসম্যান তার দলকে কতগুলো ম্যাচ জেতাচ্ছে সেটাই আমার কাছে আসল বিষয়। ধরুন একজন ব্যাটসম্যান ৮০ করল এবং দলও জিতল, সেক্ষেত্রে এই রানটাকেই বেশি গুরুত্ব দেব আমি। কিন্তু একজন ব্যাটসম্যান ১৫০ করলেও তার দল যদি জিততে না পারে তো এতগুলো রান করে লাভটা কী হল। এখানেই কোহলির বিশেষত্ব। দারুণ ক্রিকেটার। প্রয়োজনের সময় বড় রান করে। এটাই তো একজন ব্যাটসম্যানের সবচেয়ে বড় গুণ।’
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-২০
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        