নীল-সাদা চেকের পলিথিনের ব্যাগ কেটে বানানো লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বর পরে ইন্টারনেটে সাড়া ফেলেন মুরতাজা আহমাদি। চলতি বছরের জানুয়ারির এ ঘটনা বার্সেলোনা স্ট্রাইকারের কানে পৌছতেই আফগান শিশুকে নিজের সাক্ষর করা একটি জার্সি পাঠিয়ে দেন। তবে ৬ বছরের ওই ক্ষুদে ভক্তের মেসির সঙ্গে সাক্ষাতের স্বপ্ন ছিল। অবশেষে মঙ্গলবার কাতারের দোহায় সেই স্বপ্ন পূরণ হলো মুরতাজার। খবর বিবিসির।
কাতারের ক্লাব আল আহলির সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন কাতারের দোহায় অবস্থান করছে। আর মেসির এখানে আসার খবর পেয়ে আফগানিস্তানের গজনি প্রদেশকে ছুটে আসেন মুরতাজা। কাছে পেয়ে প্রিয় ভক্তকে কোলে তুলে নেন আর্জেন্টিনা অধিনায়ক।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        