গাব্বায় সিরিজের প্রথম টেস্টে দিন প্রথম দিন শেষে বেশ ভাল অবস্থানে আছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনের গাব্বায় শতরান তুলে নিয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। টেস্টে এটি তার ১৬ তম শতরান। আপাতত টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের একনম্বরে রয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। টাড় পেছনে তাড়া করছেন বিরাট কোহলি। এই শতরানের পর কিছুটা নিশ্চিন্ত রইলেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে চূড়ান্ত বিপর্যয়ের পর পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার (৩২) ও উসমান খাজা (৪) রান করে ফিরে যাওয়ার পর হাল ধরেন রেনশ ও অধিনায়ক স্মিথ। রেনশ ৭১ রান করে সাজ ঘরে ফেরেন। তারপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যায় স্মিথ ও হ্যান্ডস্কম্ব জুটি। অবিচ্ছিন্ন জুটিতে তারা রান ১৩৭ করেন।
দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে। স্মিথ ১১০ ও হ্যান্ডস্কব ৬৪ রানে ব্যাট করছেন।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১