ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক টেস্ট ক্রিকেট ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। আজ ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাটিংয়ে নামার আগে রেকর্ড গড়া থেকে মাত্র ২ রান দূরে ছিলেন। নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ম্যাচে মাত্র ১০ রান করে সাজঘরে ফেরে আসেন কুক।
সময়ের হিসেবে দ্রুততম সময়ে তিনি ১১ হাজার রান পূরণ করেছেন। ১০ বছর ২৯০ দিনের মাথায় তিনি এমন কীর্তির স্বাক্ষর রাখেন।ক্যারিয়ারের ১৪০তম ম্যাচে এসে ১১ হাজারি রানের ক্লাবে প্রবেশ করলেন কুক।
কুকের আগে আরো ৯ জন গ্রেট ব্যাটসম্যান ১১ হাজার রানের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ তালিকায় সবার উপরে শচীন টেন্ডুলকার। শচীনের পর শীর্ষ দশে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং (১৩৩৭৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), কুমার সাঙ্গাকারা (১২৪০০), ব্রায়ান লারা (১১৯৫৩), শিবনারায়ণ চন্দরপল (১১৮৬৭), মাহেলা জয়াবর্ধনে (১১৮১৪), অ্যালান বোর্ডার (১১১৭৪)।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        