চেন্নাই টেস্টে টেলএন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে ৪৭৭ রানের বিশাল সংগ্রহ গড়েছে ইংল্যান্ড। জবাব দিতে লড়ছেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ও পার্থিব প্যাটেল। দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬০ রান। রাহুল ৩০ ও প্যাটেল ২৮ রানে ব্যাট করছেন।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শনিবার ৪ উইকেটে ২৮৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দিনের প্রথম ওভারেই বেন স্টোকসকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। দুই অঙ্কে যেতে পারেননি জস বাটলার। আগের দিন শতকে পৌঁছানো মইন আলি ফিরেন ১৪৬ রান করে।
৩২১ রানে প্রথম সাত ব্যাটসম্যানকে হারানো ইংল্যান্ডের সামনে তখন চারশ’ রান করা নিয়েই শঙ্কা। সেখান থেকে দলকে ৪৭৭ পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ডসন-রশিদের। অষ্টম উইকেটে এই দুই অলরাউন্ডার গড়েন ৯৮ রানের জুটি। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পাওয়া রশিদ ফিরেন ৮টি চারে ৬০ রান করে।
রাহুলের অসাধারণ ফিল্ডিংয়ে রান আউট হওয়ার আগে ১৯ রান করেন স্টুয়ার্ট ব্রড। দুই অঙ্কে যান ১১ নম্বর ব্যাটসম্যান জেইক বলও। ৬৬ রানে অপরাজিত থাকেন এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া ডসন।
আগের দিন ৩ উইকেট পাওয়া রবিন্দ্র জাদেজা এদিন কোনো উইকেট পাননি। দিনের প্রথম ওভারে উইকেট পাওয়া অশ্বিনের সাফল্য ওই একটিই। দুই পেসার ইশান্ত শর্মা ও উমেশ যাদব নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৮৪/৪) ১৫৭.২ ওভারে ৪৭৭ (কুক ১০, জেনিংস ১, রুট ৮৮, মইন ১৪৬, বেয়ারস্টো ৪৯, স্টোকস ৬, বাটলার ৫, ডসন ৬৬*, রশিদ ৬০, ব্রড ১৯, বল ১২; যাদব ২/৭৩, ইশান্ত ২/৪২, জাদেজা ৩/১০৬, অশ্বিন ১/১৫১, মিশ্র ১/৮৭, নায়ার ০/৪)
ভারত ১ম ইনিংস: ২০ ওভারে ৬০/০(রাহুল ৩০*, প্যাটেল ২৮*; ব্রড ০/৬, বল ০/৯, মইন ০/১৮, স্টোকস ০/১২, রশিদ ০/১৩, ডসন ০/০)
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        