২০১২ সালের অক্টোবরে ভারতের জাতীয় দল থেকে বাদ পড়ার পর আর ফিরতে পারেননি অলরাউন্ডার ইরফান পাঠান। বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন তিনি। কিন্তু এতসব ঝামেলার মধ্যে হঠাৎ আনন্দের বন্যা বইছে তার সংসারে। কারণ প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি।
নিজের টুইটারে মঙ্গলবার রাতে বিশ্ববাসীকে নিজের বাবা হওয়ার সংবাদ জানিয়েছেন ইরফান। তিনি লিখেছেন, এ অনুভূতি বর্ণনা করা কঠিন। একটা ছেলে সন্তানকে পেয়েছি আশীর্বাদ হিসেবে।
ইউসুফ পাঠান ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন, অভিনন্দন, ইরফান পাঠান। নতুন পাঠানকে পরিবারে স্বাগতম জানাতে পেরে আমরা আনন্দিত। আয়ান ও রায়ান একটা ছোট ভাই পেয়ে অনেক খুশি হয়েছে। ভালোবাসা রইল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের মডেল সাফা বেগকে বিয়ে করেন ইরফান। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয় মক্কা শহরে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা