প্রথমবারের মতো সন্তানের ছবি প্রকাশ করেছেন হরভজন সিং-গীতা বসরা দম্পতি। সম্প্রতি অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন তারা। সেখানেই মেয়েকে নিয়ে তোলা একটি ছবি প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
চলতি বছরের ২৮ জুলাই প্রথমবারের মতো বাবা হন হরভজন। মেয়ের নাম রাখা হয় হিনায়া হির প্লেহা। কিন্তু বেশ কয়েকমাস পার হয়ে গেলেও মেয়ের ছবি ছবি প্রকাশ করেননি।
অমৃতসরের ওই মন্দিরে ফটোগ্রাফারদের সামনে স্বেচ্ছায় মেয়েকে নিয়ে ছবি তুলতে দাঁড়ান হরভজন। সঙ্গে স্ত্রী গীতাও ছিলেন। কিন্তু হরভজনের মেয়েকে নিয়ে বেশ বিরক্তই হয়েছিল ফটোগ্রাফাররা। কারণ আকাশ-মাটি সবজায়গায় তাকিয়েছে হিনায়া। শুধু ক্যামেরাম্যানদের দিকেই তাকায়নি!
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        