পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গলফ কোর্টে লড়াই করলেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় টাইগার উডস।
রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের নিজস্ব গলফ কোর্স, ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে এক রাউন্ড লড়াই করেছেন তারা।
আমেরিকার নির্বাচনে জয়ের পর বেশিরভাগ সময় গলফ খেলেই সময় পার করছেন ট্রাম্প। তাই কিছুদিন আগে টুইটারে বলেছিলেন, ‘আমি এখন টাইগার উডসের থেকে বেশি গলফ খেলি।’
ওই কথা শুনে ট্রাম্পের সাথে গলফ খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন টাইগার উডস। সেই কথা মতো দুইজনে গলফ খেলায় মেতে উঠলেন এক রাউন্ডের জন্য। তবে লড়াইয়ে কে জিতলো, সে বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প-উডস।
তবে খেলা চলাকালীন ট্রাম্প-উডসের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। আর সেটি নিয়েই এখন সবচেয়ে বেশি আলোড়ন বিশ্বজুড়ে। ট্রাম্পের সাথে উডসের খেলাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণই এখন।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        