নিউজিল্যান্ডের দেওয়া ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়া করতে ব্যাটিংয়ে নেমেছেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
এর আগে, টস জিতে আগে ব্যাটিংয়ের টম ল্যাথাম ও কলিন মুনরোর দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান আসে ল্যাথামের ব্যাট থেকে। এছাড়া কলিন মুনরো করেন ৮৭ রান।
টাইগারদের হয়ে সাকিব তিনটি উইকেট দখল করেন। এছাড়া, দুটি করে উইকেট লাভ করেন মুস্তাফিজ এবং তাসকিন।
বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৬/মাহবুব