বাংলাদেশের বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড। এজন্য কেন উইলিমানসনকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
সোমবার ঘোষিত এই দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া লিগে হার্ডহিটার হিসেবে পরিচিতি পাওয়া ব্যাটসম্যান টম ব্রুস। ডাক পেয়েছেন ছয়টি ওয়ানডে খেলা অলরাউন্ডার বেন হুইলারও। এছাড়া ইনজুরির কারণে চলতি বছরের অনেকটা সময় মাঠের বাইরে থাকা তারকা অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকেও দলে রাখা হয়েছে।
দলে থাকলেও বল হাতে হাতে দেখা যাবে না অ্যান্ডারসনকে। কারণ দীর্ঘ সময় ইনজুরিতে থাকায় শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন তিনি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে টিম সাউদিকে আর তারই বোলিং পার্টনার ট্রেন্ট বোল্ট প্রথম ম্যাচটি খেলবেন।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৩ জানুয়ারি সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হবে। ৬ ও ৮ জানুয়ারি মাউন্ট মাউনগানুইর বে ওভালে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলা হবে।
বিডি-প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        