নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ ৭৭ রানে হারলেও অনন্য কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৫০০ রান, ২০০ উইকেট আর ৫০টি ক্যাচের মাইলফলকে পা রেখেছেন তিনি।
এদিন নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের পাহাড় তাড়া করতে নেমে ৪৪ দশমিক ৫ ওভারে বাংলাদেশ ২৬৪ রান সংগ্রহ করে। ক্রাইস্টচার্চে ব্যাট হাতে মাঠে নামার আগে ১৫০০ রান থেকে মাত্র ৫ রান দূরে ছিলেন মাশরাফি। এদিন ১০ বলে ১৪ রান করে মাইলফলক পাড়ি দেন এ ডানহাতি ব্যাটসম্যান।
 
মাশরাফির সঙ্গে এই মাইলফলকে আরও রয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাক ক্যালিসের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        