বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে মারাত্মক ভুল করেছেন তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। এদিন অস্ট্রেলিয়ার বোলার জ্যাকসন বার্ডের হাতের স্পর্শ পাওয়া বল লেগেছিল উইকেটে। তখন নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আজহার আলি। তবে উইকেটে বল লাগার আগেই তিনি ক্রিজে পৌছলেও তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ভুল করে আউটের বোতাম টিপে দেন।
এরপর এমসিজি–তে উপস্থিত অস্ট্রেলিয়ার সমর্থকরা আনন্দে ফেটে পড়েন। সবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই অনন্দ। মুহূর্তেই ভুল বুঝতে পারেন ইলিংওয়ার্থ। এরপর মাঠের আম্পায়ারকে গোটা বিষয়টা অবিহিত করেন তিনি। তখন আবারও ব্যাট করার জন্য ডেকে নেওয়া হয় আজহার আলিকে। এরপর শতরান করে পাকিস্তান একটি সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন তিনি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ৩১০ রান। ১৩৯ রানে অপরাজিত রয়েছেন আজহার আলী। আগামীকাল ২৮ রানে অপরাজিত থাকা মোহাম্মদ আমিরকে নিয়ে ব্যাটিংয়ে নামবেন এই পাকিস্তানি ওপেনার।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        