শ্রীলঙ্কার বিপক্ষে পোর্ট এলিজাবেথে প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সাত সকালেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে আছে। স্টিভেন কুকের শতকে অতিথিদের বিশাল লক্ষ্য দিচ্ছে ফাফ দু প্লেসির দল।
তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে প্রোটিয়ারা। ফলে ইতোমধ্যে টার্গেট দাঁড়িয়েছে ৪৩২।
দুই ওপেনার কুক ও ডিন এলগারের নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণ করে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতেই তারা তোলেন ১১৬ রান। তবে এলগার ৫২ করে ফিরে গেলেও কুক চলতি বছরই নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পান। শেষে ১১ চারের সাহায্যে ১১৭ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটসম্যান।
দলের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ৪৮ রান করেন অভিজ্ঞ হাশিম আমলা। আর ৪১ রান করে অপরাজিত আছেন ফাফ ডু প্লেসিস। তার সঙ্গে ৪২ রান করা কুইন্টন ডি ককও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। লঙ্কানদের হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা নেন দুটি উইকেট।
এর আগে ১৮১ রানে সাত উইকেট হারানো সফরকারী শ্রীলঙ্কা তৃতীয় দিনে মাত্র ২৪ রান যোগ করতেই সবকটি উইকেট হারায়। ভারনন ফিল্যান্ডার পাঁচ উইকেট তুলে নেন। কাইল অ্যাবট পান তিনটি উইকেট।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        