ছোটবেলার বান্ধবী ভ্যানেসা ম্যানসিলাকে বিয়ে করেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার কার্লোস তেভেজ। রবিবার উরুগুয়েতে বিয়ের সব আনুষ্ঠানিকতা সারা হয়। এর পরপরই নববধূকে নিয়ে হানিমুনের জন্য উড়াল দিয়েছেন মেক্সিকোতে।
জীবনের সবচাইতে সুন্দর ও সুখের মুহূর্তে এত বড় দুঃসংবাদ অপেক্ষা করে আছে, তেভেজ বোধহয় কল্পনাই করতে পারেননি। মেক্সিকোতে যাওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে তেভেজ জানতে পেরেছেন, যখন তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সারছিলেন তখনই আর্জেন্টিনার বাড়ি থেকে সবকিছু চুরি হয়ে গেছে তার।
তেভেজ হানিমুন বাদ দিয়ে আর্জেন্টিনায় ফিরেছেন কী না জানা যায়নি। কিন্তু পুলিশেও এ ব্যাপারে এখনো অভিযোগ করেননি তেভেজ। সংবাদমাধ্যমেও এ নিয়ে কথা বলেননি 'বোকা জুনিয়র্স' তারকা। সূত্র : মিরর
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা