পাকিস্তানের বিপক্ষে স্টিভেন স্মিথের করা সেঞ্চুরিতে ২২ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথের ব্যক্তিগত অর্জনের ঝুলিটাও এর মাধ্যমে বেশ বড় আকার ধারণ করলো। সবমিলিয়ে ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিন বছর হাজার কিংবা তার চেয়ে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেছেন স্মিথ।
স্মিথের ওপরে আছেন শুধু একজন। তিনি স্মিথের স্বদেশী ম্যাথু হেইডেন। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত টানা পাঁচ বছর হাজারের চেয়ে বেশি রান করেন তিনি। স্মিথের কাতারে অবশ্য আরও কয়েকজন আছেন। এরা হলেন ব্রায়ান লারা (২০০৩-২০০৫), মার্কাস ট্রেসকোথিক (২০০৩-২০০৫) ও কেভিন পিটারসেন (২০০৬-২০০৮)। সূত্র : ইএসপিএন
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা