পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম টেস্টে ৪৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার স্কোর ৫/২৪০। জিততে হলে এখনও তাদের ২৪৮ রান করতে হবে আর হাতে আছে ৫ উইকেট। তবে চতুর্থ দিন ৫ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবার ৫ উইকেটে ৩৫১ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। দলীয় স্কোরে ৫৫ রান যোগ করার পর রঙ্গনা হেরাথের বলে বোল্ড হন কুইন্টন ডি কক ৬৯। তখনই ইনংস ঘোষণা করেন ফাফ ডু প্লেসিস। ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক।
জবাবে ব্যাত করতে নেমে দিমুথ করুনারত্নে ও কুশল সিলভা ভালো শুরু করেন। প্রথম দুই দিনের তুলনায় পেসাররা তেমন সুবিধা পাচ্ছিলেন না। দলীয় ৮৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা, রান আউট হন করুনারত্নে (৪৩)। এরপর ফিরে যান সিলভা (৪৮), কুসল পেরেরা (৬), চান্দিমাল (৮) ও কুশল মেন্ডিস করেন ৫৮ রান। শেষ বেলায় অ্যাবটের বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। অধিনায়কের সঙ্গে বাকি সময়টুকুও নিরাপদে পার করে দেন।
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৫৭ ও ডি সিলভা ৫ রানে ব্যাট করছেন। রাবাদ ও কেশব মহরাজ দুটি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৮