নাড়ির টানে অনেকদিন পর নিজের শহর পর্তুগালের মাদেইরাতে ফিরলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের শহরে আগেই নিজের নামে একটি হোটেল খুলেছেন। সেই হোটেলে এবার সিআর সেভেন, তবে এবার একা নন, নতুন বান্ধবী জিওরজিনা রডরিগুয়েজকে নিয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে রোনালদো আর তার বান্ধবীকে নিয়ে হুড়োহুড়ি পরে যায়। মুহুর্মুহু ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ।
শুধু বান্ধবীর সঙ্গে ছবি তোলা নয়, অনুরাগীদের সঙ্গেও ছবি তুলেছেন। রোনালদো ছিলেন বেশ খোশমেজাজেই। অনুরাগীদের ভিড়ে, রোনালদো বান্ধবীকে নিয়ে যখন ব্যস্ত, তখন অবশ্য ঘটে যায় এক কাণ্ড। ছেলের সঙ্গে দেখা করতে ওখানে গিয়েছিলেন মা ডোলারেসও। কিন্তু হঠাৎ করে তার গাড়ি আটকে পার্কিং টিকিট লাগিয়ে দেয় ট্রাফিক পুলিশ। তবে এই ঘটনা নিয়ে রোনালদো বা তার মা ডোলারেস কেউই কোনও মন্তব্য করেননি। আসলে মন ফুরফুরে থাকলে, এই ধরণের বিপত্তি উপেক্ষা করা যায়।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব