টেস্টের পর এবার ওয়ান ডে ও টি২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি। ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজের জন্য যখন নির্বাচকরা বসছেন দল নির্বাচন করতে। ঠিক তার আগেই অধিনায়কত্ব ছাড়লেন তিনি। নির্বাচক কমিটিকে ধোনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খেলা ছাড়ছেন না এখনই। কিন্তু আর অধিনায়কত্ব নয়। তাই ইংল্যান্ড সিরিজে যে তিনি খেলবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ধোনির হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে কে হবেন অধিনায়ক সেটা নিয়েই শুরু হয়েছে ভাবনা-চিন্তা। যদিও টেস্ট অধিনায়কত্বও এ ভাবেই ছেড়েছিলেন হঠাৎ করে। গত বিশ্বকাপের ঠিক আগে। তখন অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিরাট কোহালির হাতে। সেই দায়িত্ব দারুণভাবে সামলেছেন তিনি। তার পর বার বার প্রশ্ন উঠেছে ধোনির অবসর নিয়ে। এ বার সত্যিই সরে দাঁড়ালেন। হয়তো ইঙ্গিত দিয়ে রাখলেন অবসরের।
বিসিসিআই-এর পক্ষ থেকে প্রেরিত প্রেস রিলিজে জানানো হয়, মহেন্দ্র সিংহ ধোনি বিসিসিআইকে জানিয়েছেন তিনি আর অধিনায়কত্ব করতে চান না। ওয়ান ডে ও টি২০ আন্তর্জাতিক স্তরের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি।