হামেস রদ্রিগেসের জোড়া গোলে সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে সেরা ষোলোর প্রথম লেগের ম্যাচটি ৩-০ গোলে জেতে চলতি মৌসুমে এখনও অপরাজিত ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচের অন্য গোলটি করেন রাফায়েল ভারানে।
প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের বর্ষপূর্তির দিনে দুর্দান্ত এই জয় পেল রিয়াল।
চোটের কারণে গ্যারেথ বেল আগে থেকেই বাইরে আর ক্রিস্তিয়ানো রোনালদো ও করিম বেনজেমা বিশ্রামে। সের্হিও রামোস ও পেপেও ছিলেন না। তবুও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি রিয়ার মাদ্রিদের।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম