ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানেড ও টি২০ সিরিজকে সামনে রেখে শুক্রবার ভারতীয় দল ঘোষণা করা হবে। মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হবে বলে বিসিসিআই সূত্র নিশ্চিত করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সিসিআই মুম্বাইয়ে দুটি ওয়ার্ম আপ ম্যাচের জন্য ভারতীয় ‘এ’ দল নির্বাচনের জন্যই কর্মকর্তারা আলোচনায় বসবেন। এছাড়া এই সভায় ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের জন্য দল নির্বাচন করা হবে। আগামী ১৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে। সভার পরপরই নির্বাচক প্রধান এমএসকে লক্ষ্মণের সভাপতিত্বে একটি সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।
পুরো বিষয়টি নিয়ে এখনো বিচলিত অবস্থায় আছে ভারতীয় নির্বাচকরা। লক্ষ্মণ ছাড়াও গাগান খোদা ও যতীন পারানজাপেকে নিয়ে গঠিত নির্বাচক কমিটি নিয়ে লোধা কমিটি মোটেই সন্তুষ্ঠ নয়। লোধা প্যানেলের সুপারিশ ছিল নির্বাচক কমিটির সদস্যরা অবশ্যই সাবেক টেস্ট খেলোয়াড় হতে হবে। কিন্তু খোদা ও পারনজাপে ভারতের হয়ে শুধুমাত্র সীমিত ওভারের ম্যাচে অংশ নিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ভারত ৪-০ ব্যবধানে ইংলিশদের বিধ্বস্ত করেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে পুনেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। কানপুরে ২৬ জানুয়ারি থেকে টি২-সিরিজ শুরু হচ্ছে।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম