স্বেচ্ছায় টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় সব মহল থেকে অভিনন্দন পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। বলা হচ্ছে, এমন সাহস ক’জন দেখাতে পারেন। তিনি ক্যাপ্টেন কুল বলেই সিদ্ধান্তটা খুব সহজে নিয়ে নিতে পেরেছেন। খবরটা কানে যেতেই তার এক সময়ের সতীর্থ শচীন টেন্ডুলকার বলেছেন, ‘আজকের দিনটা শুধু অধিনায়ক ধোনির সাফল্য নিয়েই কথা হোক। ধোনির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।’
এরপরই টুইটারে শচীন লিখেছেন, ‘ধোনিকে অভিনন্দন। অধিনায়ক হিসেবে দেশকে টি-২০ বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে। আক্রমণাত্মক ক্রিকেটার। অধিনায়ক হিসেবে ছিল সাহসী। আগামী দিনে মাঠে আরও দুরন্ত ক্রিকেট উপহার দিক ধোনি। ওকে শুভেচ্ছা রইল।’
সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ টুইটারে বলেছেন, ‘৯ বছর দেশকে নেতৃত্ব দিয়েছে। দারুণ সাফল্য পেয়েছে। এরকম একজন অধিনায়ক পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।’
ধোনির ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত বললেন, ‘তোমার মতো কেউ নয়। কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছো তুমি।’
বাদ যায়নি ধোনির স্ত্রী সাক্ষী সিংও। তিনি টুইটারে বলেছেন, ‘এমন কোন পাহাড় নেই যেখানে তুমি উঠতে পারবে না। তোমার জন্য গর্বিত।’
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব