ক্রিকেটার হিসেবে অসাধারণ ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। কিন্তু বিতর্ক তৈরিতেও কম যান না মারদাঙ্গা এই ব্যাটসম্যান। ঠিক এক বছর আগে অস্ট্রেলীয় এক টিভি উপস্থাপিকাকে নাজেহাল করার দায়ে বেশ বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছিল গেইলকে। বাধ্য ছেলের মতো জরিমানা পরিশোধও করেছিলেন।
কিন্তু গেইল এতে সহজে দমবার পাত্র নন। এক বছরের পরে এসে আবার সামাজিক যোগাযোগের সাইট ইনস্টাগ্রাম ও টুইটারে সেই ঘটনার কথা মনে করিয়ে দিলেন বিশ্ববাসীকে। কিন্তু যেভাবে মনে করালেন, সেটাও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয় একটি উৎসবে যোগ দিয়েছিলেন গেইল। গায়ে রঙ মেখে ব্যতিক্রমধর্মী পোশাক পরে সেই উৎসবে হেঁটে বেড়ান অংশগ্রহণকারীরা।
সেখানকারই একটি ভিডিও পোস্ট দিয়ে ওই ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন সবার। কিন্তু গেইলের পোস্ট করা ভিডিওটি খুব একটা শালীন নয়। এতে এক নারীর সঙ্গে যৌন ক্রীড়ায় মেতে থাকার ভঙ্গি একাধিকবার করেছেন গেইল।ধারণা করা হচ্ছে, ওই নারী গেইলের বান্ধবী নাতাশা।পুরো ব্যাপারটা যে তিনি মজা করেই করেছেন তাতে সন্দেহ নেই। কিন্তু এর জেরে গেইলকে আবার কী ঝামেলায় পড়তে হয়, তা দেখার জন্য করতে হবে অপেক্ষা।সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা