শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তরুণ পেসার কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়ারা পেয়েছে ২৮২ রানের বিশাল জয়।
বৃহস্পতিবার ছিল টেস্টের চতুর্থ দিন। কিন্তু মধ্যাহ্নভোজের আগেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ১৩০। জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য ছিল ৫০৭। ম্যাচের ফল কী হতে চলেছে, আগে থেকেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। চতুর্থ দিনে লঙ্কানদের বাকি ছয়টি উইকেট তুলে নিতেও খুব বেশি সময় নেননি প্রোটিয়া বোলাররা। চতুর্থ দিনে মাত্র ২২ ওভার ব্যাটিং করেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। ৫০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে জমা করতে পেরেছেন মাত্র ২২৪ রান। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা: ৩৯২ ও ২২৪/৭
শ্রীলঙ্কা: ১১০ ও ২২৪
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৪