বছরের শুরুটা ফের পরাজয়ের হতাশা দিয়েই শুরু হল হলো বার্সেলোনার। কোপা দেল রের সেরা ষোলোর প্রথম পর্বের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলে হেরে গেছে তারা। আগামী সপ্তাহে নিজেদের মাঠ কাম্প নউয়ে হবে ফিরতি ম্যাচ।
বিলবাওয়ের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতে জেতার ফলে বেশ আত্মবিশ্বাসী ছিল বার্সেলোনা। কিন্তু ঘরের মাঠে প্রথমার্ধ থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিলবাও। তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে তারা।
২৫তম মিনিটে আদুরিসের গোলটির উৎস ছিলেন তিনি নিজেই। মাঝমাঠ দিয়ে এই স্প্যানিশ ফরোয়ার্ড আক্রমণে উঠে ডান দিকে রাউল গার্সিয়াকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন। আর স্বদেশী মিডফিল্ডারের গোলমুখে ফিরতি ক্রসে মাথা ছুঁইয়ে সহজেই বল জালে জড়ান তিনি।
২৮তম মিনিটে নিজেদের সীমানায় ডান-দিকের কর্নারের কাছ থেকে দুর্বল শট নেন জর্দি আলবা। হেডে ডি বক্সে ফেরত পাঠান বিলবাওয়ের এক খেলোয়াড় আর ওখানে আদুরিসের ফ্লিকে বল পেয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্প্যানিশ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার ফ্রি-কিকে দলকে ম্যাচে ফেরান মেসি। বাঁ-দিক থেকে তার দুর্দান্ত শট গোলরক্ষকের হাতে লাগার পর ক্রসবারের ভিতরের কানায় লেগে ভিতরে ড্রপ খেয়ে বাইরে চলে আসে। রেফারির গোলের বাঁশিতে উদযাপনে মেতে ওঠে মেসি-ইনিয়েস্তারা।
৭৪তম মিনিটে গার্সিয়া ও ৮০তম মিনিটে আরেক মিডফিল্ডার ইতুরাস্পে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় বিলবাও। এই সুযোগে বাকিটা সময় একচেটিয়া প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে বার্সেলোনা। কিন্তু পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়া স্বাগতিকদের দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি তারা।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৪