নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি ২০-তে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম বলেই লুক রনকিকে ফিরিয়ে দেন মাশরাফি। ৪৬ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে কলিন মুনরো ও টম ব্রুসের ব্যাটে ভর করে চাপ কাটিয়ে উঠেছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ১০৭/৩। কলিন মুনরো ৭০ এবং টম ব্রুস ২৩ রানে ব্যাট করছেন।
অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। ফলে নিউজিল্যান্ড সিরিজেও টি২০-তে অভিষেক হচ্ছে না অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।
নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে তিন টি২০'র সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৮ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতেই শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ