টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। এরপরই হাঁকালেন সেঞ্চুরি। এরই মধ্য দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১৫০ বলে ১৪টা চোখ ধাঁধানো চারের মার দিয়ে সাজানো তার এই ইনিংস।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের আগে ৩ হাজার ছুঁতে তার প্রয়োজন ছিল ৭১ রান। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা সাকিব দ্বিতীয় দিন দারুণ ব্যাট করে এগিয়ে নিলেন দলকে। নিজেও স্পর্শ করলেন মাইলফলক।
বাংলাদেশের হয়ে ৩ হাজার রান সবার আগে করেছিলেন হাবিবুল বাশার। ৫০ টেস্টে ৯৯ ইনিংসে ৩ হাজার ২৬ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন সাবেক অধিনায়ক।
হাবিবুলকে পরে ছাড়িয়ে গেছেন তামিম ইকবাল। চলতি টেস্টের প্রথম ইনিংস শেষে ৪৫ টেস্টের ৮৫ ইনিংসে তামিমের রান ৩ হাজার ৪০৫।
৩ হাজার রানের পাশাপাশি টেস্টে ১৫৯ উইকেটও আছে সাকিবের। দেড়শ উইকেটের পাশাপাশি ৩ হাজার রান সাকিবের আগে করেছেন ১৩ জন। উপমহাদেশের মাত্র চারজন পেরেছেন আগে। অনুমিতভাবেই দুটি নাম কপিল দেব ও ইমরান খান। এছাড়া করেছেন রবি শাস্ত্রী ও চামিন্দা ভাস।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম