কিউইদের বিপক্ষে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে অনুজ্জ্বল ছিল বাংলাদেশি ব্যাটসম্যারা। কিন্তু টেস্ট ফরম্যাটে এসেই যেন বদলে গেছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। প্রথম দিনে তামিম ইকবাল ৫০ বলে খেলেছেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট খোয়ান প্রথম দিনে অপরাজিত ৬৪ রান করা মুমিনুল হক। বাংলাদেশের ইনিংসে একটি ধাক্কা লাগে। তবে হাল ধরেন সাকিব-মুশফিক। দু'জনেই হাঁকান অনবদ্য সেঞ্চুরি। এ দু'জনের ব্যাটে ভর করে এবার বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ।
ওয়েলিংটনে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি করেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৫০ বল খেলে ১৩টি চারের মার মেরে তিনি এ সেঞ্চুরি করেন। সাকিবের পর মুশফিকও ১৩০ বল খেলে তুলে নেন সেঞ্চুরি। সাকিব-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
দলীয় ১৬০ রানের মাথায় কিউই বোলার টিম সাউদির বলে দ্বিতীয় দিনে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই আইট হন মমিনুল। এরপরই মাঠে নামেন বাংলাদেশ দলের ক্যাপটেন মুশফিকুর রহিম। জুটি বাঁধেন সাকিব আল হাসানের সঙ্গে। এ জুটি দুই শতাধিক রান যোগ করে দলকে একটি শক্ত ভিতের উপর দাড় করাতে সক্ষম হয়। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১০৩.৩ ওভারে ৪১২/৪ রান। সাকিবের সংগ্রহ ১২৬, মুশফিকের ১১২ রান।
বৃহস্পতিবার ওয়েলিংটনে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। মাত্র ১ রান করেই টিম সাউদির বলে আউট হন ইমরুল কায়েস। ইমরুল আউট হলেও কিউই বোলারদের ওপর তাণ্ডব চালান ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৫০ বলে ৫৬ রান করেন তামিম।
এরপর তৃতীয় উইকেটে মুমিনুল-মাহমুদউল্লাহ ৮৫ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ রান করে ওয়েনগারের বলে আউট হন। পরে মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। মুমিনুলের ৬৪ আর সাকিবের খাতায় ৫ রান যোগ হতেই আলোর স্বল্পতার কারণে ৪০ দশমিক ২ ওভারেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ