বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে (৩ হাজার ২৬) ছাড়িয়ে এখন টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। বাংলাদেশের হয়ে বেশি টেস্ট রান আছে কেবল তামিম ইকবালের (৩ হাজার ৪০৫)।
তিন হাজার রানের মাইলফলকে পৌঁছানোর পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে শতকও পেয়েছেন সাকিব। তবে এ শতক পেতে ৯০ এর ঘরে স্নায়ু চাপে একটুও ভুগলেন না তিনি। দুটি চার, একটি দুই আর শেষটায় ১ রান নিয়ে তিন অঙ্কে পৌঁছান এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৫০ বলে আসে সাকিবের চতুর্থ শতক। এসময় ১৩টি চার হাঁকান তিনি।
৩ হাজার ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল ৭১ রান। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা এই অলরাউন্ডার দ্বিতীয় দিন দারুণ ব্যাট করে এগিয়ে নিলেন দলকে। নিজেও স্পর্শ করলেন মাইলফলক।
পরে দুর্দান্ত নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন হাবিবুল বাশারকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের রান সংগ্রহের তালিকায় দুইয়ে উঠে গেলেন সাকিব।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট খেলতে নামার আগে সাকিবের নামের পাশে ছিল ২৯২৯ রান। অন্যদিকে হাবিবুল বাশারকে পেছনে ফেলতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করার রেকর্ড গড়তে দরকার ছিল ৯৮ রানের।
ইনিংসের ৭৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারের কাছ থেকে ১ রান নিয়েই তৃতীয় বাংলাদেশি হিসেবে ৩ হাজার রান পূর্ণ করলেন তিনি। এরপর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির সঙ্গে সঙ্গে পেছনে ফেললেন হাবিবুল বাশারকেও।
এদিকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪০৫ রান করে সবার ওপরে রয়েছেন তামিম। ৩১১৯ রান নিয়ে সাকিব দুইয়ে। অন্যদিকে ৩০২৬ রান নিয়ে তিনে নেমে গেছেন বাশার।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব আল হাসান ১৯০ রানে অপরাজিত থেকে শীর্ষে থাকা তামিম ইকবালের দিকে এগিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম